King Lear
নাম : কিং লিয়ার লেখক : উইলিয়াম শেক্সপীয়র ( ১৫৬৪-১৬১৬ ) ধরন : ট্রাজেডি চরিত্র : লিয়ার ( ইংল্যান্ডের রাজা ) গনেরিল ( লিয়ারের বড় মেয়ে ) ডিউক অব অ্যালবেনি ( গনেরিলের স্বামী ) অসওয়াল্ড ( গনেরিলের কর্মচারী ) রিগ্যান ( লিয়ারের মেজো মেয়ে ) ডিউক অব কর্নওয়াল ( রিগ্যানের স্বামী ) কর্ডেলিয়া ( লিয়ারের ছোট মেয়ে ) ফ্রান্সের রাজা ( কর্ডেলিয়ার স্বামী ) কেন্ট ( লিয়ারের বিশ্বস্ত সহচর ) গ্লস্টার ( গ্লস্টারের অধিপতি ) এডগার ( গ্লস্টারের বৈধ পুত্র ) এডমন্ড ( গ্লস্টারের অবৈধ পুত্র ) কাহিনী সারসংক্ষেপ : নাটকের মূল চরিত্র কিং লিয়ারের নামানুসারে নাটকটির নামকরন করা হয়েছে । লিয়ার ইংল্যান্ডের রাজা । বুড়ো বয়সে তিনি দেশ শাসনের দায়ভার তার মেয়েদের উপর দিয়ে নিজে মুক্ত হতে চাইলেন । তিনি তার রাজ্যকে তিনভাগে ভাগ করার আগে তার মেয়েরা তাকে কতটা ভালোবাসে সেটা জানতে চাইলেন । তিনি যথাক্রমে বড় মেয়ে এবং মেজো মেয়ের উত্তরে সন্তুষ্ট হলেন এবং তাদের উপযুক্ত ...