Hamlet

নাম : হ্যামলেট

লেখক : উইলিয়াম শেক্সপীয়র(১৫৬৪-১৬১৬)

ধরন : বিয়োগাত্মক নাটক

চরিত্রসমূহ :

·        রাজা হ্যামলেট

·        যুবরাজ হ্যামলেট (নায়ক)

·        ওফিলিয়া(নায়িকা)

·        গারট্রুড (রাণী)

·        ক্লডিয়াস( খলনায়ক)

·        লেয়ার্ট্রেস ( ওফিলিয়ার ভাই)


ভূমিকা: শেক্সপীয়রের কালজয়ী নাটক হ্যামলেট একটি হৃদয়বিদারক বিয়োগাত্মক নাটকএটি মূলত একটি প্রতিশোধের কাহিনীনাটকের মূল চরিত্র যুবরাজ হ্যামলেটের নামানুসারে এই নাটকটির নামকরণ হয়েছে

কাহিনী সারসংক্ষেপ : হ্যামলেট ছিলেন ডেনমার্কের রাজারাণী গারট্রুড ক্লডিয়াসের ষড়যন্ত্রে নির্মমভাবে হত্যা করা হয় রাজাকেরাজার মৃত্যুর পর ডেনমার্কের সিংহাসনে বসেন ক্লডিয়াসযুবরাজ হ্যামলেট এই হত্যার বিষয়ে অজ্ঞাত ছিলেনকিন্তু একদিন রাজা হ্যামলেটের প্রেতাত্মা পুত্রকে এসে জানিয়ে দিলেন নিজের হত্যার সেই মর্মান্তিক ঘটনাপুরোপুরি নিশ্চিত হবার জন্য যুবরাজ পাগল সেজে থাকার অভিনয় করলেন এবং দ্য মার্ডার অব গনজাগোনাটক পরিবেশনের পর পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন যে ক্লডিয়াস এবং রাণী গারট্রুড তার পিতাকে হত্যা করেছেনযুবরাজ হ্যামলেট ক্লডিয়াসকে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হলেন কিন্তু দূর্ভাগ্যবশতঃ ক্লডিয়াস তার এই পরিকল্পনা জেনে গেলেন এবং হ্যামলেটকে হত্যার সিদ্ধান্ত নিলেনযুবরাজ হ্যামলেটের প্রেমিকা ছিলেন ওফিলিয়াওফিলিয়ার ভাই লেয়াট্রেসক্লডিয়াস হ্যামলেট এবং লেয়াট্রেসের মধ্যে একটি তলোয়ারযুদ্ধের আয়োজন করলেন এবং দুজনের তলোয়ারের ডগায় বিষ মিশিয়ে দিলেনদুজন দুজনকে আঘাত করার পর লেয়াট্রেস মারা গেলেন এবং হ্যামলেটের নিকট ক্লডিয়াসের চক্রান্ত পরিষ্কার হয়ে গেলোএদিকে উত্তেজনাবশত হ্যামলেটের জন্য

রাখা বিষমিশ্রিত পানীয় পান করে ফেললেন রাণী গারট্রুড এবং তার মৃত্যু ঘটলোহ্যামলেট তার ছুরি দিয়ে ক্লডিয়াসকে আক্রমন করলেন এবং বিষপ্রয়োগ করে হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নিতে সক্ষম হলেনএবং সবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বীর যুবরাজ হ্যামলেট

Hamlet



Comments

Popular posts from this blog

শ্রীকান্ত

অপরিচিতা