অপরিচিতা

অপরিচিতা লেখকঃ রবীন্দ্রনাথ ঠাকুর । “ অপরিচিতা ” গল্পে অপরিচিতা বিশেষনের আড়ালে একজন নারীর বলিষ্ঠ ব্যক্তিত্বের কাহিনি বর্ণিত হয়েছে । এই গ্লপে অনেকগুলো চরিত্র রয়েছে এর মধ্যে মূল চরিত্র গুলো হচ্ছে- · কল্যাণী · অনুপম · শম্ভুনাথ বাবু ( কল্যাণীর বাবা ) · অনুপমের মামা · অনুপমের মা অনুপম বিশ শতকের দ্বিতীয় দশকের যুদ্ধসংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক , যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বহীন , পরিবারের কাছে অসহায় পুতুল মাত্র । তার বাবা এককালে গরীব থাকলেও ওকালতি করে প্রচুর পয়সা রোজগার করে ভোগ করার আগেই মারা যান । তার মা গরীব ঘরের মেয়ে ছিলো এজন্য তারা এখন যে বড়লোক এ নিয়ে তার মায়ের ছিলো খুব অহংকার । অনুপমের বিয়ের জন্য পাত্রী খো...